৭নং আমজানখোর ইউনিয়ন পরিষদের পঞ্চবাষিকী পরিকল্পনা সমুহঃ-
১। ইউপির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ ।
২। আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের মাঠ সংস্কার করন ও প্রাচীর করন ।
৩। রত্নাই বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ সংস্কার ও প্রাচীর করন ।
৪। ঢোলাই পাড়া গ্রামে পানি নিস্কাশন ড্রেণ নির্মাণ ।
৫। সুভানের মিলের পার্শে কাল্ভার্ট নির্মাণ ।
৬। উদয়পুর হাসপাতালে সীমানা প্রাচীর নির্মাণ ।
৭। মড়লবস্তি গ্রামে রাস্তা মেরামত ।
৮। ইউপির দুঃস্থ পরিবারের মাঝে স্যানিটারি ল্যাট্রিন সেট সরবরাহ ।
৯। ইউপির দুঃস্থ পরিবারের মাঝে টিউবওয়েল সরবরাহ ।
১০। ইউপির গরিব ও দুঃস্থ পরিবারের মাঝে স্প্রে মেশিন সরবরাহ ।
১১। বর্ষার সময় ইউপির বিভিন্ন রাস্তায় রাবিশ সরবরাহ ।
১২। বিদ্যুৎ বিহীন ইউপির বিভিন্ন পরিবারে সোলার প্যানেল সরবরাহ ।
১৩। ঢোলাইপাড়া গ্রামের পুর্ব পার্শে (পরপর দুই মোড়ের মধ্যে) কাল্ভার্ট নির্মাণ ।
১৪। ইউপির বিভিন্ন মাদরাসা, নিম্ন ও উচ্চ বিদ্যালয়ের সিমানা প্রাচীর নির্মাণ ।
১৫। ইউপির বিভিন্ন কাচা পাকা রাস্তার পানি নিস্কাশনের জন্য পানি নিস্কাশন ড্রেণ ও বক্স কাল্ভার্ট নির্মাণ ।
১৬। মসজিদ, ঈদ্গা মাঠ, মন্দির ও অন্যান্য উপাসনালয় সংস্কার ও প্রাচীর নির্মাণ ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস